মাঝ বৈশাখে বর্ষার আগমনীতে ভ্রমণ

সুমন দে
Published : 2 May 2016, 12:50 PM
Updated : 2 May 2016, 12:50 PM

মূলত বর্ষায় ভ্রমণের আনন্দটাই আলাদা। সবুজ বাংলায় বৃষ্টির শুরুতেই গাছ-পালা নতুন করে পাতা ছাড়ে। বৃষ্টির পর ধূলো আর পাহাড়ঘেসা আবহাওয় না থাকাতে প্রকৃতির সব কিছুই সুন্দর দেখায়। প্রকৃতির এই নিরবতায় স্নিগ্ধ হাওয়া শহুরে জীবন থেকে টেনে আনে ভ্রমণ বিলাসীদের। আমরাও প্রকৃতির দান তাই প্রকৃতি আমাদের বিভিন্ন মৌসুমে কাছে টানে।