সুমন দে
Published : 8 Nov 2016, 07:04 AM
Updated : 8 Nov 2016, 07:04 AM

ভ্রাতৃত্ব আর সম্প্রীতির মানবতার মিল বন্ধনে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপুজা। গতমাসে সারদীয় দুর্গাপূজায় মহাঅষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষনে সন্ধি পুজায় প্রদীপ দিয়ে আরতী করা হচ্ছে।

এক মাসের ব্যবধানে বদলে গেলো বাংলাদেশের চিত্র। ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর ও ছাতকে হিন্দুদের বাড়ি ও ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রতিবাদে সিলেটে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ রুখতে শত হাতে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় 'মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মঞ্চ, সিলেটের' উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বলন কর্মসূচি পালনকালে প্রগতিশীল নাগরিকরা এই অঙ্গীকার করেন। ঘণ্টাব্যাপী মোমবাতি হাতে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর ও ছাতকসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

সিলেট রামকৃষ্ণ মিশন থেকে পুজোর সময় ছবিটি তোলা। ছবি-সুমন দে।