সুমন দে
Published : 22 Jan 2017, 01:10 AM
Updated : 22 Jan 2017, 01:10 AM

গগনের নবনীলে মনের গোপনে
বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ
পলাশের নেশা মাখি চলেছি দু'জনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে- অনুপম রায়।

শীতের পরই আসছে ঋতুরাজ বসন্ত। বসন্ত কালে সাধারণত গোলাপ, রজনীগন্ধা , গাঁদা, জারবেরা, কসমস, জিনিয়া, চন্দ্রমল্লিকা, ডালিয়াসহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে চুল সাজান বাঙালি নারী। নজরুলের গানে ও কবিতায় অনেক রকম ফুল এসেছে নানা মাত্রায়। কখনো নারীর অলংকার, কখনো–বা উপমা হিসেবে।

ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন বা বসন্ত কালে ফাগুনের উৎসব বয়ে আনে বাঙালির সেই চিরচেনা খোপায় ফুলের সাজে প্রকৃতির সাথে মিলন।

ছবি- সুমন দে।