‘নগর নাব্য’ এবার অর্থমন্ত্রীর হাতে পৌঁছার অপেক্ষায়: সম্মিলিত নাট্য পরিষদ সিলেট

সুমন দে
Published : 6 March 2017, 04:45 AM
Updated : 6 March 2017, 04:45 AM

দেশের যেকোন ক্রান্তিকালে নাট্যকর্মীদের চেতনা অত্যন্ত দৃঢ়। সংস্কৃতি আন্দোলন, বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ স্বাধীনতা সংগ্রাম, ৮৯ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন জাতীয় পর্যায়ে আন্দোলন সংগ্রামে বিশাল ভূমিকা রেখেছে। সিলেটের সাংস্কৃতিক আন্দোলনে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটে বিগত ৩২ বছর যাবত কাজ করে যাচ্ছে। বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনের এই সংগঠনটি সিলেট অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় নাট্যচর্চা ও সকল ক্রান্তিকলগ্নে দৃঢ়তার সাথে নাট্যান্দোলনের মাধ্যমে এগিয়ে এসেছে। সিলেট শহীদ মিনার ২০১৩ সালে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলায় ভাঙ্গার পর বাংলাদেশে দৃষ্টান্তমূলক ভূমিকা রেখেছে সিলেট সম্মিলিত নাট্য পরিষদ নতুন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপনায়। এবার সম্মিলিত নাট্য পরিষদের আহ্বানে ঐতিহ্যবাহী শারদা হল কে সংস্কারের মাধ্যমে পুরোনো রূপে ফিরিয়ে অনুষ্ঠান উপযোগী করে তুলতে মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিতকে যথাবিহিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংকলন 'নগর নাব্য' মেয়র সমীপেষু প্রকাশনার পর সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি জনাব মিশফাক আহমদ চৌধুরী মিশুর সাথে যোগাযোগ করলে, সাংগঠনিকভাবে ২২ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীকে ঐতিহ্যবাহী শারদা হল কে সংস্কারের মাধ্যমে পুরোনো রূপে ফিরিয়ে অনুষ্ঠান উপযোগী করে তুলতে আবেদন জানানো হয়। সেই সাথে আগামীতে সিলেট সফরে মাননীয় অর্থমন্ত্রী আসলে অানুষ্ঠানিক ভাবে 'নগর নাব্য' বইটি মন্ত্রীর হাতে পৌঁছে দেয়া হবে বলে সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি আশ্বস্থ করেন।

অর্থমন্ত্রীর হাতে পৌঁছার অপেক্ষায় নাগরিক সাংবাদিকদের একমাত্র প্ল্যাটফর্ম ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশিত 'নগর নাব্য' মেয়র সমীপেষু।

'নগর নাব্য'- মেয়র সমীপেষু প্রকাশিত বইয়ে সিলেটের সারদাহল সংস্কার ও পুরাকীর্তি সংরক্ষণ আইনের দাবি সময়পোযোগী বাস্তবায়নে রূপ নেবে বলে মন্তব্য করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি জনাব মিশফাক আহমদ চৌধুরী মিশু।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি জানান, "সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, লিখিত ভাবে সম্মিলিত নাট্য পরিষদের আহ্বানে ঐতিহ্যবাহী শারদা হল কে সংস্কারের মাধ্যমে পুরোনো রুপে ফিরিয়ে অনুষ্ঠান উপযোগী করে তুলতে মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত কে যথাবিহিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। 'নগর নাব্য' বইয়ে সিলেটের সারদাহল সংস্কার ও পুরাকীর্তি সংরক্ষণ আইনের দাবি সম্পূর্ণ ঐতিহ্যবাহি আদলের বর্ণনা সংস্কারের জন্য বিশেষ ভাবে কাজে দেবে।''