মেঘালয়ের পাদদেশে

সুমন দে
Published : 29 March 2017, 06:14 PM
Updated : 29 March 2017, 06:14 PM

সিলেট হতে জাফলং যাওয়ার পথে শ্রীপুর বাজার পার হওয়ার পরই ডান পাশের ছোট রাস্তা ধরে এগুলেই খাসিয়া মোকামপুঞ্জি। ছবির এই জায়গাটির নাম শ্রীপুর পাথর কোয়ারি। বর্ষাকালে মেঘালয় পাহাড় থেকে ঝর্ণা হয়ে ধেয়ে আসে পানির ঢল, সেই সাথে নিয়ে আসে পাথর। শীতের সময় পাথর উত্তোলনের অপরূপ প্রকৃতির ছবিটি ধারণ করেছি।

স্থান: মোকামপুঞ্জি শ্রীপুর, জৈন্তাপুর উপজেলা সিলেট।