শ্রীমঙ্গলের লেবু

সুমন দে
Published : 4 Sept 2017, 00:15 AM
Updated : 4 Sept 2017, 00:15 AM

মৌলভীবাজারের, শ্রীমঙ্গল উপজেলায় শুধু চায়ের দেশ বললে ঠিক হবে না। শ্রীমঙ্গলে চা-বাগানের বাইরে রয়েছে আনারস বাগান, বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে রয়েছে- ১) প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান। ২) মৌলভীবাজার ফরেস্ট রেঞ্জের আওতাধীন শ্রীমঙ্গলের এই ন্যাশনাল পার্ক। ৩) শ্রীমঙ্গলের হাইল হাওড়ের পূর্ব দিকের প্রায় ১০০ হেক্টর আয়তনের একটি জলাভূমির নাম বাইক্কা বিল। ৪) ১৯৫৭ সালে পাকিস্তান চা গবেষণা প্রতিষ্ঠান (পিটিআরআই) স্থাপন করা হয়।

[বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সালে এ গবেষণা প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউট এ রূপান্তর করে এর নামকরণ করা হয় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)। এ ইনস্টিটিউটটি চায়ের রাজধানী শ্রীমঙ্গলের গর্ব।]

৫) লাউয়াছড়া উদ্যান।৬) রাশি রাশি আনারশ বাগান। শিতেস বাবুর চিড়িয়াখানা। ৭) হামহাম ঝর্ণা সহ ৮) লেবু বাগান।

শ্রীমঙ্গলের লেবুই সিলেট বিভাগের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। ছবিটি শ্রীমঙ্গলের লেবু বাগান থেকে তোলা।

ছবি- সুমন দে।