পর্যটন শিল্প উন্নয়নে প্রস্তাবনা

সুমন দে
Published : 30 Jan 2018, 06:00 PM
Updated : 30 Jan 2018, 06:00 PM

ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ওসে স্বপ্ন দিয়ে তৈরী সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি।

এমনই দেশ আমাদের, পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবেনা। শিল্প, বাণিজ্যতে ব্যাপক সম্ভাবনার একটি দেশ, বাংলাদেশ। আমাদের বাংলাদেশ ভৌগলিক অবস্থান থেকে এশিয়ার মধ্যে নদীমাত্রিক দেশ হিসেবে, বিভিন্ন শিল্পের পাশাপাশি সম্ভাবনার অন্যতম দিক হচ্ছে পর্যটন শিল্প ।

বিশ্বে পর্যটন ক্ষেত্রকে আলাদা ভাবে বানিজ্যিক আর্থিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে । আমাদের দেশে পর্যটন শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে প্রয়োজন, আরো সঠিক দীর্ঘ মেয়াদের পরিকল্পনা । ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশের আর্থিক ভাবে বিশেষ অবদান রাখছে পর্যটন শিল্প । তাদের মতো করে, আমাদের দেশে আগামীতে আরো বেশী পর্যটকদের উৎসাহিত করার জন্যে কিছু প্রস্তাবনাঃ

১/ পর্যটন এলাকাতে রাজনৈতিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা ব্যবস্থাতে রাখতে, জিরো টলারেন্স সরকারি ভাবে গ্রহন করা ।

২/ দেশি-বিদেশি পর্যটকদের জন্যে বিনোদন ব্যবস্থা ও আমাদের জাতীয় লোকসংস্কৃতিকে উপস্থাপন করা ।

৩/ সকল পর্যটকদের সুবিধায় পর্যাপ্ত পরিমানে নিরাপত্তার সাথে অবাদে বিচরনের ব্যবস্থা গ্রহন করা ।

৪/ পর্যটকদের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সাথে সাথে তাদের স্বভাবগত দিক বিবেচনায় ব্যবস্থা গ্রহন করা ।

৫/ ধর্মীয় চিন্তা-চেতনার বাইরে বিদেশি পর্যটকদের নিরাপত্তার সাথে তাদের কালচার অনুযায়ী অনাবৃত্ত দেহ নিয়ে চলা ফেরার সুযোগ দেয়া ।

৬/ দেশের পর্যটন এলাকাতে বসবাসরত বাংলাদেশের স্থায়ী মানুষ জনের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা ।

৭/ দেশের পর্যটন এলাকার অধিবাসিদের পর্যটন খ্যাতে সম্পৃক্ত করা । (এতে দেশের বেকারত্ব হ্রাস পাবে)

৮/ দেশের বিভিন্ন পর্যটন এলাকাতে দেশিয় নিজস্ব পরিবহনের ব্যবস্থা গ্রহন করা ।

৯/ পাহাড়ি ও সমতলের মানুষের মধ্যে (পর্যটন এলাকার) বৈরিতা নিরসনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা ।

১০/ ট্যুরিস্ট পুলিশকে আরো প্রযুক্তি নির্ভর এবং এলিট ফোর্স হিসেবে তৈরিতে সরকারি উদ্যোগ গ্রহন করা ।