পৃথিবীর ছাদ পামির মালভূমিতে

সুমন ধ্রুব
Published : 8 July 2018, 09:11 AM
Updated : 8 July 2018, 09:11 AM

পৃথিবীর সর্বোচ্চ সমভূমিতে গিয়ে পাহাড়ে উঠতে নিষেধাজ্ঞার মুখে পড়লেও রাতের পামিরের বর্ণনাতীত রূপের আকর্ষণ কি এড়ানো যায়?

শুনেছি এক সময়  তিব্বতের  এই পামির মালভূমিতে মানুষজন তাদের ভেড়া চড়ানোর জন্য পাহাড়ের উপরে নিয়ে যেত। আর এতো মানুষের ভয়ে পাহাড়ি নেকড়েগুলো অনেক উঁচুতে থাকত।

তারপর সময় বদলেছে। পাহাড়ে ভেড়া নিয়ে এখন আর কেউ তেমন একটা যায় না। এই সুযোগে নেকড়েগুলো নিচে নেমে এসেছে। দুই-তিন বছর আগেও এরা কেবল বাসার কুকুর-বিড়াল মেরে খেতো।

এও শুনেছি, মেয়ে নেকড়েগুলো এসে গৃহপালিত কুকুরগুলোকে নেকড়েপালের কাছে ভুলিয়ে নিয়ে যেত।

এখন তাদের সাহস আরও  বেড়েছে; গত দুই মাসে একটা বাচ্চা আর একজন বয়স্ক মহিলাকে নেকড়ের পাল বাসা থেকে ধরে নিয়ে খেয়ে ফেলেছে।

আমরা ওই অঞ্চলে গেলে জানতে পারি, ইদানীং রাতের বেলা একা বের হবার উপর (বিশেষ করে পাহাড়ে রাতে উঠা) নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।  কিন্তু তারপরেও আমরা যাই পাহাড়ে (দল বেধে) কি যেন এক আকর্ষণে!