ঘুমিয়ে ছিলাম

সুষুপ্ত পাঠক
Published : 10 Jan 2012, 08:58 AM
Updated : 10 Jan 2012, 08:58 AM

তিরিশটি বছর ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। যখন জাগলাম, দেখি কিছু জানা হলো না, দেখা হলো না। সুষুপ্ত, এই জগত তুমি বুঝলে না। টেবিলে মাথা রেখে তুমি ঘুমিয়ে গেলে, পাঠ হলো না কিছু। গভীর ঘুমে অচেতন।..। কিন্তু জাগলেই যখন, এবার কিছু দেখা, চিনো, তারপর বলো। জ্ঞানের কথা, উচ্চ তত্ত্ব কথা আমার আসে না ভাই। সে যোগ্যতা আমার নেই। আমি তাই ঠিক করেছি, যা দেখবো, যা শুনবো, তাই লিখবো। আজ শুরু হলো সুষুপ্ত, তোমার পথ চলা।