জনদূর্ভোগ লাঘবে আন্দোলনস্থল পরিবর্তন করে সংসদভবনের দক্ষিন প্লাজায় নেওয়া হউক

স্বপন মোল্যা
Published : 10 Feb 2013, 07:30 AM
Updated : 10 Feb 2013, 07:30 AM

গনবিস্ফোরনের ভয়ে সরকার বোধ হয় নাগরিকদের প্রতি তার দায়িত্ব পালনের কথা ভূলে গেছে । তা না হলে শাহবাগের মতো এতো গুরুত্বপূর্ন চৌরাস্তা দিনের পর দিন বন্ধ রেখে কিভাবে গনসমাবেশ করতে দিচ্ছে ? কেন সরকার তার অন্যান্য নাগরিকদের কথা চিন্তা করে বিকল্প ব্যবস্থা গ্রহন করছে না ? একথা ভূলে গেলে চলবে না যে, দেড়কোটি জনসংখ্যার এই শহরে লক্ষাধিক লোকের সমাবেশের জন্য তো আর পুরো নগরবাসীকে ভোগান্তিতে ফেলে রাখা যায় না দিনের পর দিন । এই গনসমাবেশের আন্দোলনকারীদের দাবী পূরনের জন্য ঠিক কতদিন লাগতে পারে তা কেউ বলতে পারবে না কিন্ত এই অনির্দিষ্টকাল প‍‍র্যন্ত তো এতো ব্যস্ত একটি রাস্তা বন্ধ রেখে অবশিষ্ট নাগরিকদের ভোগান্তিকে দির্ঘায়িত করা ঠিক হবে না, কারন তাতে নাগরিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে । তাই এই সমাবেশস্থলটির স্থান পরিবর্তন করে জাতীয় সংসদভবনের দক্ষিন প্লাজায় নিয়ে যাওয়ার জন্য আমি আয়োজকদের প্রতি বিশেষভাবে আবেদন জানাচ্ছি এবং সেই সাথে সরকারের প্রতি তার সকল নাগরিকদের প্রতি তার দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আহবান জানাচ্ছি । সেই সাথে দেশের প্রতিটি নাগরিকের প্রতি আমি বিশেষভাবে আবেদন জানাচ্ছি যে, আমরা যেন রাজাকারদের সর্বোচ্চবিচার আদায় করতে গিয়ে আবার সাধারন নাগরিকদের স্বাভাবিক চলাচলের অধিকার বঞ্চিত করে তাদের প্রতি অবিচার যেন না করি । তাহলে তো আমরা এক অপরাধীর বিচার চাইতে গিয়ে নিজেরাও অপরাধী হয়ে যাবো ।