প্রসঙ্গ: `আখেরী চাহার সম্বা’ এবং একটি ভুল উচ্চারণ

সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন
Published : 10 Dec 2015, 06:35 PM
Updated : 10 Dec 2015, 06:35 PM

ছোটবেলা থেকেই আমরা সবাই আখেরী চাহার সম্বা এই দিবসটির কথা শুনে আসছি।  বিভিন্ন লেখায়, বক্তৃতায় শিক্ষক কিম্বা আলেম সমাজ সবাই এই দিবসটির ভুল উচ্চারণ করে আসছেন।  কালকের একটি পত্রিকায় দেখালাম সেখানে বলা হচ্ছে `আজ রাসুল (স:) এর রোগমুক্তি দিবস, আরবিতে এই দিনটিকে বলা হয় `আখেরী চাহার সম্বা '।  না, এটি আরবি ভাষা না, এটি হচ্ছে ফার্সি ভাষা।  ফার্সি ভাষাতে সপ্তাহের দিন কে বলা হয় শাম্বে।  ফার্সি ভাষার দিনগুলো হচ্ছে – শুক্রবার = জুম'আ, শনিবার = শাম্বে, রবিবার = এক শাম্বে, সোমবার = দু শাম্বে, মঙ্গলবার = সে শাম্বে, বুধবার = চার শাম্বে, বৃহস্পতিবার = পাঞ্চ শাম্বে।

এখন দিনটির আসল উচ্চারণ হচ্ছে, `আখেরী চার শাম্বে' মানে `শেষ বুধবার'। আখেরী মানে শেষ এবং চার শাম্বে মানে বুধবার।   রাসুল (স:) দীর্ঘদিন অসুস্থ থাকার পর এই বুধবার সুস্থ হয়ে একসপ্তাহ পরে ইন্তেকাল করেছিলেন।  এই বুধবারটিই ছিল তাঁর জীবনের শেষ বুধবার যেদিন তিনি সুস্থ হয়েছিলেন।  তাই মুসলমানেরা এইদিনটিকে সম্মানের সাথে স্মরণ করে থাকেন।