মনোমুগ্ধকর কলমাকান্দা সীমান্তের প্রাকৃতিক দৃশ্য!

সৈয়দ আনোয়ারুল হক
Published : 3 Oct 2015, 07:28 PM
Updated : 3 Oct 2015, 07:28 PM


[ছবিঃ আদিত্য]

নেত্রকোণা জেলার সীমান্তে অবস্থিত কলমান্দা উপজেলার উত্তর সীমান্তের নৈসর্গিক সৌন্দর্য দেখলে সবারই একবার কবি হতে মন চায়। মেঘালয়ের পাহাড়ে ঘেরা প্রাকৃতিক বন ও পাহাড়ি নদী মনকে প্রকৃতির সাথে মিতালি গড়ে তুলতে কোন কৃপণতা করেনা। এই এলাকায় গারো উপজাতিদের বসবাস। এদের বৈচিত্র্যময় জীবনধারা ও আকর্ষণীয় মনোমুগ্ধকর দৃশ্য আপনার মনকে প্রফুল্ল করে তুলবে নিশ্চিত।তবে বর্ষাকাল ছাড়া হেমন্ত- গ্রীষ্মকাল এ সময়ের মধ্যে আসবেন। দেশের সবাইকে এ দৃশ্য দেখার আমন্ত্রণ রইল।আসবেন কিন্ত।


[ছবিঃ আদিত্য]