সন্ধ্যার আকাশে রঙিন মেঘের খেলা

সৈয়দ আনোয়ারুল হক
Published : 22 Oct 2015, 02:32 PM
Updated : 22 Oct 2015, 02:32 PM

নীল আকাশে রঙিন মেঘের ভেলা দেখতে কার না ভাল লাগে। এ দৃশ্যটি দেখে সবাই একবার রবি ঠাকুরের সেই বিখ্যাত গানটি গাইবে। "নীল আকাশে কে ভাসালো/ সাদা মেঘের ভেলা রে ভাই/ লুকোচুরির খেলা রে ভাই।——– ওরে যাবনে আজ ঘরে রে ভাই/ যাবনে আজ ঘরে। তবে আমার মেঘ ছিল রঙিন। সন্ধ্যার আকাশে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। ছুটির দিনে নৌবিহার থেকে আসার সময় সন্ধ্যা হয়ে যায়। আমাদের সাথে আরো আনেকেই ছিল। শরতের আকাশে বিকালে কিছু বৃষ্টি ছিল। তখন আমরা বাসে ছিলাম। হঠাৎ দেখি আকাশে রঙিন মেঘের ভেলা। লোভ সামলাতে না পেরে এ ছবিটি তুলেছিলাম। এটি আমার গ্রামের বাড়ি নেত্রকোণার দৃশ্য। এই দৃশ্য দেখতে হলে আপনাকে গ্রামে যেতে হবে।