গ্রামের পথে বাচ্চাসহ বিশালদেহী হাতি

সৈয়দ আনোয়ারুল হক
Published : 23 Oct 2015, 03:04 PM
Updated : 23 Oct 2015, 03:04 PM

গ্রামের রাস্তায় মাঝে মঝে হাতি দেখা যায়। তবে বাচ্চাসহ হাতি আমি প্রথম দেখলাম। দৃশ্যটি খুব ভাল লেগেছে। প্রাচিনকালে রাজা-বাদশাগণ যানবাহন হিসাবে হাতি ব্যবহার করত। হাতি লালন-পালন করার জন্য একজন লোক থাকত, তাকে বলা হত ' হাতির মাউত'।বর্তমানে হাতির খরচ চালাতে না পারায় এটি কেউ লালন-পালন করে না। হাতির মালিককে জিজ্ঞাসা করার পর সে বলে, "সারাদিন হাতি নিয়ে ঘুরি মানুষ যা টাকা দেয় তা দিয়েই খাবার সংগ্রহ করে। আর বাকী টাকায় তাঁর নিজের খরচ চালায়।