প্রাচীন বাংলার রাজধানী ঐতিহ্যবাহী সোনারগাঁ

সৈয়দ আনোয়ারুল হক
Published : 24 Oct 2015, 05:42 AM
Updated : 24 Oct 2015, 05:42 AM

প্রাচীন বাংলার রাজধানী ঐতিহ্যবাহী সোনারগাঁ। এটি বারভূঁইয়াদের শ্রেষ্ঠ নেতা ঈশাখার রাজধানী ছিল। এখানে আছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নির্মিত একটি লোকশিল্প যাদুঘর। প্রাচীন ঐতিয্যের অনেক নিদর্ষণ এই যাজুঘরে আছে। দেশি বিদেশি হাজার হাজার পর্যটক এখানে প্রতিদিন ভীর জমায় । ঢাকার কাছে হওয়ায় আমি অনেকবার গিয়েছি। গেট দিয়ে ঢুকলেই প্রথমে চোখে পড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের 'সংগ্রাম' তৈলচিত্রের আদলে নির্মিত ভাস্কর্য শিল্পী মোঃ কাইয়ুম এর একটি ভাস্কর্য। কিছুদিন পূর্বে সপরিবারে ঘুরতে গিয়ে অনেক দৃশ্যই ক্যামেরা বন্দী হয়েছে তার মধ্যে এই ছবিটি আমার খুব ভাল লেগেছে। যারা এখানে যাননি ছুটির দিন ঘুরে আসতে পারেন। আশা করি ভাল লাগবে।