দোয়েল চত্বর

সৈয়দ আনোয়ারুল হক
Published : 27 April 2016, 08:05 PM
Updated : 27 April 2016, 08:05 PM

দোয়েল চত্বরের উত্তর-পূর্ব পাশে অবস্থিত, স্বাধীনতা-পূর্ব বাংলার তিন বিখ্যাত রাজনৈতিক নেতা – হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরে-বাংলা এ.কে. ফজলুল হক এর কবরের উপর নির্মিত ঢাকার অন্যতম স্থাপত্য নিদর্শন, শিশু একাডেমী, হাইকোর্ট-সুপ্রিমকোর্ট, জাতীয় ঈদগাহ মাঠ, পুর্ব দিকে আছে শিক্ষা ভবন, প্রেসক্লাব, সচিবালয়, উসমানী উদ্যান ইত্যাদি। দক্ষিণ-পূর্ব দিকে আছে কার্জন হল, ফজলুল হক হল, সুফিয়া কামাল হল, রেল ভবন, পুলিশ হেডকোয়ার্টার ইত্যাদি। দক্ষিণ-পশ্চিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল, ঢাকা মেডিকেল কলেজ, শহীদমিনার, বুয়েট অবস্থিত এবং উত্তর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান ইত্যাদি।