সর্বহারা পরিবার…

সৈয়দ আনোয়ারুল হক
Published : 3 March 2018, 00:30 AM
Updated : 3 March 2018, 00:30 AM

শিশু একাডেমি থেকে রিকশায় চড়ে গুলিস্তান আসছিলাম। জিরো পয়েন্টে সিগন্যাল পড়লো। ৩-৪ মিনিট সচিবালয়ের সামনে রিকশা দাঁড়িয়ে আছে। আমি আমার দুই মেয়ের সাথে আলাপচারিতায় মগ্ন। হঠাৎ মেয়েরা বললো, "দেখ বাবা বাচ্চা দুটি কত কিউট!" আমার ডান দিকে তাকিয়ে দেখি সত্যিই খুব কিউট দুটি শিশু।

ক্যামেরা হাতে ছিল, ক্যামেরা তাক করার সাথে সাথে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকালো দুটি শিশু। কয়েকটা ছবি উঠালাম। পাঁচ টাকার দুটি কয়েন দেয়ার সাথে সাথে লজ্জা পাচ্ছিল কয়েনগুলো হাতে নিতে। রিক্সা চলতে শুরু করলো। পিছনে তাকিয়ে দেখি খুব খুশি মনে কয়েন দুটি তুলে নিল।

রিক্সায় বসে বসে ভাবলাম- কী এদের ভবিষ্যৎ? দেশে কোটি কোটি মানুষ এই শ্রেণির! তাহলে দেশ এগিয়ে যাবে কীভাবে? এ সমস্যার সমাধান নিয়ে তো কেউ ভাবছে বলে মনে হয় না। এদের উন্নতির উপর নির্ভর করে দেশের উন্নতি- এটাই আমার বিশ্বাস।