পেঁচার সঙ্গে কাকের ঝগড়া

সৈয়দ আনোয়ারুল হক
Published : 4 Jan 2019, 11:11 AM
Updated : 4 Jan 2019, 11:11 AM

শুক্রবার সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠি।  তাছাড়া শীতের সকাল বলেও কথা। লেপের তলে আরামেই শুয়ে আছি,  শুনতে পেলাম এক যোগে কাকের কর্কশ ডাকাডাকি।

এর মধ্যেই আমার স্ত্রী রান্নাঘর থেকে ডাক দিল, "এই, এদিকে এসো, দেখ একটা ঘটনা।"

আমি উঠে দৌড়ে রান্নাঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখলাম, নারিকেল গাছে বাদামি রঙের একটি বড় আকারের পেঁচা বসে আছে। আর তাকে ঘিরে কাকেরা চিৎকার করছে।

দুটি দাঁড়কাক আবার কাছে গিয়ে পেঁচাটিকে ঠোকর দেওয়ার চেষ্টাও করলো। কিন্তু পেঁচাটি একটুও ভয় পেয়েছে বলে মনে হল না। নারকেল পাতার ডালে যেমন সাধুর মত বসেছিল, তেমনি বসে রইলো।

ছোটবেলায় পেঁচা দেখেছি কি না ভাল করে মনে নেই। আর দিনের আলোতেও পেঁচা দেখার সুযোগ হয় না। আমি তাই এবার জীবনে প্রথম ভাল করে পেঁচা দেখলাম এবং ইচ্ছেমতো ছবিও তুললাম।