সাগর-রুনি হত্যার বিচার দাবীতে চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির গণঅনশন পালন

সিলেট রিপোর্ট
Published : 1 March 2012, 10:02 PM
Updated : 1 March 2012, 10:02 PM

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে গতকাল বৃহস্পতিবার চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটি স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে গণ অনশন কর্মসূচী পালন করে। সকাল ১১টা বিকাল ৪টা পর্যন্ত এ গণঅনশন কর্মসূচী পালিত হয়। ইউনিটির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে অনশনে বক্তব্য রাখেন ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, প্রবীণ সাংবাদিক দিনকাল প্রতিনিধি সিরাজুল হক, সকালের খবরের হাছান আলী, প্রতিদিনের বানীর এস এম তাহের খান, ইনকিলাবের এস এম সুলতান খান, আমার দেশের সাইফুল ইসলাম, বাংলাবাজার পত্রিকার ফারুক মাহমুদ, জনতার দলিলের আব্দুল মুকিত, হবিগঞ্জের খবরের এম এ বাতেন, স্বদেশ বার্তার দুলাল মিয়া, খোয়াই পত্রিকার কাজী মাহমুদুল হক সুজন, হবিগঞ্জ সমাচার পত্রিকার আলহাজ্ব এম, এ আউয়াল, আজকের হবিগঞ্জের হেলাল উদ্দিন, দৈনিক সংগ্রামের ওয়াহিদুল ইসলাম জিতু, লোকালয় বার্তার এস আর রুবেল মিয়া প্রমুখ। সাংবাদিকদের এ অনশনে বিভিন্ন পেশা ও শ্রেনীর অংশ গ্রহনকারীর মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউসার, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের আহবায়ক বিদ্যুৎ পাল, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলী, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ।