সংবাদপত্রেও কি কপি-কাট-পেস্ট চলে?

জিতেন
Published : 12 May 2011, 06:30 PM
Updated : 12 May 2011, 06:30 PM

আজ আমার দেশ পত্রিকার একটি খবর পড়লাম। খবরের শিরোনাম হিলারি ও জন কেরি পাকিস্তানে আসছেন : ওবামা আসছেন না

খবরের মাঝপথে গিয়ে শিরোনাম থেকে আলাদা অন্য একটি খবর হিসেবে মনে হলো, মনে মনে ভাবছিলাম এই খবরটা মনে হচ্ছে কোথাও আগেও পড়েছি। মনে করতে পারছিলাম না কোন পত্রিকায়।আমার দেশ, প্রথম আলো, জনকণ্ঠ সহ অন্য কয়েকটি পত্রিকার আর্কাইভে গিয়ে খোঁজ করলাম কিন্তু কোথাও পেলাম না। খুঁতখুঁতে মন শান্তি পাচ্ছিলো না। আর শান্তি পাবেই বা কিভাবে? এই লেখাটার একেবারে দারি, কমা পর্যন্ত মনে হচ্ছিলো পুনর্মুদ্রণ। অবশেষে খোঁজে পেলাম bdnews24.com এ, তবে খবরের শিরোনাম ভিন্ন এবং খবরটি ১১ই মে বুধবারের। bdnews24.com এ খবরের শিরোনামটি পঞ্চম স্ত্রী চেয়ে সহযোগীকে বিন লাদেনের ফোন এভাবে দেয়া।
(শিরোনামে ক্লিক করে দুটি খবরই পড়ে নিতে পারেন)

যে কোন assignment এ কপি, কাট, পেষ্ট ধরা পড়লে তা বাতিল হয় এবং অনেক ইউনিভার্সিটিতে শাস্তিমূলক ব্যাবস্থাও গ্রহন করা হয়। আমাদের দেশের সংবাদপত্রের বেলায় কি সেটা প্রযোজ্য নয়?