সহজে ইংলিশ শিখার জন্য কিছু বাংলা বই (সবার কাজে লাগতে পারে)

জিরো গ্রাভিটি
Published : 25 Feb 2012, 02:41 PM
Updated : 25 Feb 2012, 02:41 PM

সবাইকে সালাম। আশাকরি আপনারা অনেক ভাল আছেন। আমি আপনাদের জন্য নিয়ে এলাম ইংলিশ শিখার কিছু বাংলা বই। এই বই গুলো ইংলিশে কথা বলা ও গ্রামার শিখার জন্য কাজ দিবে । আশা করি আপনাদের খুব ভাল লাগবে।

আমাদের মাতৃভাষা বাংলা আর দ্বিতীয় ভাষা ইংরেজী তবে যেহেতু আমাদের মাতৃভাষা ইংরেজী না তাই ইংরেজী আমাদের জন্য অনেক কঠিন ।সামান্য কিছু মানুষ ইংরেজীটা ভালো ভাবে বুঝে আর আমার মতো যারা তারা মোটামুটি বুঝি আর আরেক অংশ আছে যারা ইংরেজী ভীতিতে ভীত , কিন্তু আমরা আমরা যতই ইংরেজীতে পাকনা হইনা কেন আমাদের ভুল ভ্রান্তি হবেই বানান ভুল হবে ব্যাকারণগত ভুল হবে এর বড় কারন আমরা খুব কম সময় ইংলিশ চর্চা করি।

তাই ইংলিশ ভাষা ও গ্রামার সম্পর্কে ভাল ভাবে জানার জন্য কিছু মেগাবাইট খরচ করে নামিয়ে ফেলুন …।

(আপনার বা আপনার বন্ধুর অথবা ছোট ভাইয়ের কাজে লাগতে পারে)

এই বই গুলো -ইউনিকোড টেক্সট ফরম্যাটে(স্ক্যান করা না) যা খুব সহজে Mobile ও Computer পড়তে পারবেন………

Let's Learn English Language.pdf

English Sentance Correction.pdf

Pair Of Words.pdf

এই বই গুলো আপনাদের ডিজিটাল জীবন কে আরও সহজ করে দিবে আশা করি।আমার পরিশ্রম আপনাদের বিন্দুমাত্র কাজে লাগলেও আমি স্বার্থক।