নাট্যকার ও অভিনেতা কাজল সরকার আর নেই

তানজীর হোসেন পলাশ
Published : 12 Oct 2014, 06:29 PM
Updated : 12 Oct 2014, 06:29 PM

এভাবে আর কখনো ক্রিয়েটিভ স্কুলের অফিস কক্ষে দেখা যাবে তাকে। আর কখনো বলবেন না স্যার এক কাপ চা খাওয়ানো যাবে। তিনি আমাদের সকলের প্রিয় এক সময়ের জনপ্রিয় নৃত্য শিল্পী ও মঞ্চ নাটক নির্দেশক এবং কালো রাত্রি নাটকের নাট্যকার ও অভিনেতা কাজল সরকার। বর্তমানে আর এফ এল চেয়ার এবং গাজী ফিটিং এর দুইটি বিজ্ঞাপন চলমান। এছাড়াও কুসুমপুরের গল্পে তিনি নায়েবের চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা হওয়া সত্তে্ও জটিলতার কারণে সার্টিফিকেট নেওয়া হয়নি। এই দু:খি মানুষটি সারা জীবন মানুষের কথা ভেবেছেন। মথুরা শিশুকানন সোসাইটি নামে তার একটি শিশু সংস্থা আছে। এছাড়াও মথুরা নাট্যসম্প্রদায় ও স্ট্রাগল মিডিয়ার চেয়ারম্যান তিনি। এই মানুষটি গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬.৩০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রাত ৮.৩০ মিনিটে ১ম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় মিরপুর তালতলা কলোনী জামে মসজিদে এবং পরদিন ১২ তারিখ সকাল ৯.০০ টায় ২য় জানাযা অনুষ্ঠিত হয় ডেমরার কোনাপাড়া জামে মসজিদে। অত:পর তাকে ডগাইর কবস্থানে দাফন করা হয়।


সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি। এবং তার আত্মার মারফেরাত কামনা করছি।

তানজীর হোসেন পলাশ
সাংগঠনিক সম্পাদক,
মথুরা শিশু কানন সোসাইটি