জানার আছে, মানার নেই; মরার আছে, বাঁচার নেই।

তানজীর হোসেন পলাশ
Published : 1 Dec 2014, 01:01 PM
Updated : 1 Dec 2014, 01:01 PM

অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। দেশ এক সম্পদ হারালো। তারেক মাসুদ, মিশুক মুনীর, হুমায়ুন আহমেদ, জগলুল আহমেদ চৌধুরী, শিল্পী কাইয়ুম চৌধুরী সহ আরো যাঁরা আমাদের গর্ব না ফেরার দেশে চলে গেছেন তাঁদের কথা বলছি। মুত্যুর দিন থেকে দাফন পর্যন্ত আমরা গর্ব ভরে তাঁদের কথা বলি, টক শোতে চলে উপযুপরি স্মৃতিচারণ, স্বপ্ন কথন। কিন্তু পরবর্তীতে কি আমরা তাঁদের স্বপ্ন নিয়ে কোন উদ্যোগ নিয়েছি। নাকি সেই কথাটিই সত্য হয়েছে ‌"চোখের আড়াল তো মনের আড়াল"।

এ অকৃতজ্ঞতার কারণেই আমরা বাঙালি। বেঈমানীর রক্ত আমাদের পরতে পরতে জড়িত। মুক্তিযুদ্ধের সময় আমরা বেঈমানী করেছি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বেঈমানীর আত্মঘোষণা করেছি। আমাদের নতুন করে কোনো কিছু ভাবার সুযোগ নেই।

মত প্রকাশের স্বাধীনতা আমাদের খুব বেশি। এতই বেশি যে, একজন অন্যায়ের শাস্তি দিলে অন্যজন ক্ষমা করি। একজন আইন পাশ করলে অন্যজন বাতিল করি।

তবে একটা ক্ষেত্রে আমাদের সকলের অদ্ভুত মিল রয়েছে। একজন আইন ভঙ্গ করলে অন্যজনও ভাঙ্গি। একজন খাবারে বিষ (ফরমালিন) যুক্ত করলে অন্যজনও একই কাজ করি।

আমি সড়ক দুর্ঘটনার কথা বলছি। যা আমরা সবাই জানি, কিন্তু মানি না। জানার আছে, কিন্তু মানার নেই।

আমি স্বপ্নের মৃত্যুর কথা বলছি। যে স্বপ্ন আমরা সবাই জানি, কিন্তু পূরণ করি না। মরার আছে, কিন্তু বাঁচার নেই।