দূষণের আরেক নাম ‘বালি নদী’

তানজীর হোসেন পলাশ
Published : 26 Feb 2016, 01:40 PM
Updated : 26 Feb 2016, 01:40 PM

এক সময় অনেক জৌলুস ছিল বালি নদীর। ডেমরার পাশ ঘেষে চলা বালি নদী টঙ্গীতে তুরাগ নামেই পরিচিত। এখনো বালি নদীর পানি ব্যবহার করে সেচ প্রকল্প চালানো হচ্ছে। কিন্তু দৃশ্যপট ভিন্ন। ছবিটি একটি সেচ প্রকল্পের দৃশ্য। এভাবেই সেখানে পানি সেচ দেওয়া হচ্ছে। অথচ সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে পানি দূষণের মাত্রা। বর্তমানে বালি নদীর পাশে দাঁড়ানো যায় না দুর্গন্ধে। আশের পাশের বিলের মাছ খাওয়াও দুষ্কর। সমস্ত পরিবেশ বিষাক্ত হয়ে গেছে। এ ব্যাপারে কোনো পদক্ষেপ তো নেই বরং চলছে নদী ভরাটের কার্যকলাপ।

নদী রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সকলকে আরো সচেতন হতে হবে।

আসুন নদী বাঁচাই, পরিবেশ বাঁচাই; পক্ষান্তরে আমি, আপনি সবাই বাঁচবো!