করোনাভাইরাস: কর্মহীন রংপুরের শ্রমজীবীরা

তন্ময় সাগর
Published : 29 March 2020, 07:53 AM
Updated : 29 March 2020, 07:53 AM

দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর উদ্ভূত পরিস্থিতিতে  রংপুরের শ্রমজীবীরা মানুষেরা আক্রান্ত হবার পাশাপাশি না খেয়ে থাকার আতঙ্কেও  দিন কাটাচ্ছে৷

মহানগরীর শ্রমিক বাজার নামে পরিচিত শিমুলবাগ (পান্নার দিঘী), বেতপট্টি ও শাপলা চত্বরে গত ২৫ মার্চ সকালে কর্মহীন শ্রমজীবী মানুষদের জটলা করে অলস সময় কাটাতে দেখা যায়৷

নগরীর বিভিন্ন প্রান্ত থেকে এসে এসব পয়েন্টে জমায়েত হয়ে কাজের আশায় বসে থাকেন তারা। রাজমিস্ত্রী, রডমিস্ত্রী, মাটিকাটা শ্রমিক, ভাড়বহন শ্রমিক, কুলি থেকে শুরু করে পয়ঃবর্জ্য পরিস্কারের সুইপাররাও কাজের আশায় আসেন এখানে। সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে সকাল সাড়ে এগারোটা পর্যন্তও বসে থাকেন অনেকে।

অন্য সব দিনে এসব ভাসমান বা স্থানীয় ভাষায় ছুটা শ্রমিকদের দর কষাকষি করে কাজে নেন অনেকে। কিন্তু কভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে নির্মাণ কাজ, চলাচলে অনেকটা স্থবিরতা আসায় আগের মত আর কাজ পাচ্ছেন না এই শ্রমজীবীরা। আর্থিক সঙ্কটের চিন্তা তো আছেই, অন্যদিকে কাজের আশায় বসে থাকায় কভিড-১৯ আক্রান্ত হওয়ার ভয়ও গ্রাস করেছে তাদের।