জনস্বাস্থ্য সুরক্ষায়

মোহাম্মাদ তানভীর জালাল
Published : 5 July 2012, 04:02 AM
Updated : 5 July 2012, 04:02 AM

ঢালাওভাবে সরকারী ডাক্তারদের ডেপুটেশন, শিক্ষাছুটি ইত্যাদি বন্ধ করে দেয়া এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য চরম হুমকি। শিক্ষা সবার মৌলিক অধিকার। এতে বাঁধা দেয়া মৌলিক অধিকার খর্ব করার প্রয়াস। ডাক্তাররা যদি উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন তাহলে দেশের জনগন কার কাছ থেকে বিশেষজ্ঞ সেবা পাবে! বেশীর ভাগ ডাক্তার উচ্চ শিক্ষা নিয়ে দেশের আনাচে কানাচে অত্যন্ত কম খরচে মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ সেবা পৌঁছে দিচ্ছেন। এতে দেশের আপামর জনসাধারন ভীষণভাবে উপকৃত হচ্ছে। আগে অপ্রতুল বিশেষজ্ঞ ডাক্তার ছিল বলে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে অনেককে ঢাকা বা বড় কোন জেলা শহরে যেতে হতো আর খরচও অনেক বেশী হতো। দিন দিন দেশে বিশেষজ্ঞ ডাক্তার বাড়ছে আর চিকিথসার খরচও কমছে। আর অন্তত সপ্তাহান্তে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার ছুটে যাচ্ছেন দেশের আনাচে কানাচে। মানুষ অনেক সহজে ও অনেক কম খরচে বিশেষজ্ঞ সেবা পাচ্ছে। বেশীরভাগ সরকারী ডাক্তাররা সরকারী চাকুরির সুবাদে দেশের আনাচে কানাচে মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন। সরকারের একান্ত দায়িত্ব এইসব সরকারী ডাক্তারদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে তার জনগণের সেবা দেবার নিমিত্তে শ্রেষ্ঠ ডাক্তার হিসেবে গড়ে তোলা। কিন্তু ডাক্তারদের পড়াশুনার সুযোগকে নষ্ট করে জনগণকে সাময়িক খুদ্র সুযোগ দিতে গিয়ে, সরকার জনগণের বৃহত্তর ও উন্নততর স্বাস্থ্য সেবাকে শুধু হুমকির মুখেই ঠেলে দিচ্ছেন না; ডাক্তারদের মাঝে সৃষ্টি করছেন চরম হতাসা, তৈরি হচ্ছে সরকারী চাকুরী ছাড়ার প্রবনতা, ভালো ডাক্তারদের মাঝে তৈরি হচ্ছে সরকারী চাকুরী না করার প্রবনতা, অনেকেই গ্রহন করছেন দেশ ছাড়ার সিদ্ধান্ত । গুটিকয় ডাক্তার হয়ত ছুটির অপব্যবহার করছেন। কিন্তু তার জন্য সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে না। মাথা ব্যথার চিকিথসা মাথা কেটে ফেলা হতে পারেনা। ঢালাওভাবে ছুটি বাতিল জনগণের স্বাস্থ্য সেবার খাতকে প্রসারিত না করে বরং অনেকাংশেই হুমকির মাঝে ঠেলে দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। যদি দেশের মানুষের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করতে আপনারা আন্তরিক হন, তাহলে অবিলম্বে এই সিদ্ধাত থেকে সরে এসে জাতীর বৃহত্তর কল্যাণ সাধনে সচেষ্ট হউন।