সাংবাদিকদের চেতনাবোধ

তানজির খান
Published : 24 Feb 2016, 05:39 PM
Updated : 24 Feb 2016, 05:39 PM

ছবিতে আমাদের মিডিয়া পাড়ার সাংবাদিকেরা। এরাই নিউজ করে "একুশে ফেব্রুয়ারি" নিয়ে যে কে বলতে পারলো না এই দিনটি কি! ১০০ জনের ইন্টার্ভিউ নিয়ে নার্ভাস কাউকে ধরে ভুল উত্তর করিয়ে নিউজ করে দেখুন জাতির কি অবস্থা! ক্যামেরার সামনে নার্ভাস কাউকে পেলেই নিউজ হিট। ফেইসবুকে আবালবৃদ্ধ বনিতা ঝাঁপিয়ে পড়ে সেই নিউজ শেয়ার করতে। আমার বিশ্বাস এই নার্ভাস গেইম খেলার সাথে আরেকটি গেইম খেলে তারা। যেহেতু মাইক্রোফনে কী প্রশ্ন করা হচ্ছে তা বেশিরভাগ সময় তারা শোনায় না বা কেটে ছেটে শোনায় সেহেতু তারা অন্য প্রসঙ্গে প্রশ্ন করে উত্তর নিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে।

ভেবে দেখেছেন কি কখনো এরা কত বড় সংবাদ প্রতারণা করতে পারে?