চট্টগ্রাম রেল স্টীশন হতে টিকেট কিনিতে স্টীশন লাইন দিয়ে দাড়াই, লাইনে দাড়ানের পর শুনতে পেলাম ট্রেনের টিকট সিট নাই। সিট নাই আর সিট আছে টিকেটের দাম একই। আমার শোভন টিকেটের দাম মাত্র ৯০ টাকা তাই ট্রেন ৫টায় মাত্র বাকি আছে ৮ মিনিট চটজলদি লাইন হতে সরে দাড়ালাম। মনের মধ্য চিন্তা হল টিকেট না করে ট্রেনে উঠা তো উচিত নয়। আবার দেশের বড় লোকশান করে পেলব। এখন কি করি… সাদা পোশাক পড়া কয়েকজন লোক দেখলাম বল্লাম আমি যাব মেহের উনি আমাকে একটি কাগজ দরে বলল আপনি গাড়িতে উঠে যান মাত্র ১৬০ টাকা দিন। আমি দিয়ে দিলাম এখন গাড়িতে উঠে মনের মধ্য একটা প্রশ্ন তৈরি হল। আমার টিকেটর দাম মাত্র ৯০ টাকা। যদি সিট পাই তাহলে ও তো ৯০ টাকা। এখন সিট পেলাম না এখন ১৬০ টাকা। আমার পাশের লোকটা সব খুলে বল্লাম ভাই বিষয় টা কি উনি বল্ল আপনি কি কাউন্টার হতে টিকেট করছেন আমি বল্লাম না। উনি বল্ল আপনার জরিমানা করা হয়েছে। আমি তো হতবাক আমার জরিমান্। মানে আমি ট্রেনে না উঠে আমার জরিমান ভাড়া দিগুন দিলাম। কাউন্টার পাশ হতে টিকেট মাষ্টার হতে তো কিনলাম। তা ওখানে আমার কি জরিমানা নিল। লাইনে ভিড় থাকাতে আমি টিকেট কিনলাম। তাও বৈধ টিকেট মাষ্টার রিস্টি দিয়ে। এখন ওখানে জরিমানা ।
রেলওয়ে গাড়িতে না উঠেই জরিমানা…বাস্তব ঘটনা আমার
ক্যাটেগরিঃ প্রশাসনিক
খান এহছান বলেছেনঃ
কর্পোরেট হাউজগুলো সচরাচর কর্মঠ অথচ অসৎ কর্মচারীদের প্রাধান্য দেয় এটা স্বাভাবিক। ততাই সাফল্যের চাবিকাঠি- মাধ্যমিক পর্যায় পর্যন্ত সব ছাত্রই পড়ে এটা, যত উপরে যায় ততই হাসতে থাকে এই বলে যে কি পড়লাম আর কি দেখছি। আগে দেখা যেত অসৎ কর্মচারীদের কাজে লাগানো হলেও সৎ ও নিষ্ঠাবান কর্মচারীদের আলাদা গুরুত্ব থাকত। কিন্তু এখন সৎ ও নিষ্ঠাবান কর্মচারীদের সব ক্ষেত্রই হাসির পাত্র থাকে। সামাজিক এই অবস্থা থেকে বের হতে না পারলে আমাদের জাতীয় উন্নয়ন স্বপ্নই থেকে যাবে।
তারেক হাসান বলেছেনঃ
একদম সত্য কথা বলছেন,,