রেলওয়ে গাড়িতে না উঠেই জরিমানা…বাস্তব ঘটনা আমার

তারেক হাসান
Published : 21 Oct 2015, 07:50 PM
Updated : 21 Oct 2015, 07:50 PM

চট্টগ্রাম রেল স্টীশন হতে টিকেট কিনিতে স্টীশন লাইন দিয়ে দাড়াই, লাইনে দাড়ানের পর শুনতে পেলাম ট্রেনের টিকট সিট নাই। সিট নাই আর সিট আছে টিকেটের দাম একই। আমার শোভন টিকেটের দাম মাত্র ৯০ টাকা তাই ট্রেন ৫টায় মাত্র বাকি আছে ৮ মিনিট চটজলদি লাইন হতে সরে দাড়ালাম। মনের মধ্য চিন্তা হল টিকেট না করে ট্রেনে উঠা তো উচিত নয়। আবার দেশের বড় লোকশান করে পেলব। এখন কি করি… সাদা পোশাক পড়া কয়েকজন লোক দেখলাম বল্লাম আমি যাব মেহের উনি আমাকে একটি কাগজ দরে বলল আপনি গাড়িতে উঠে যান মাত্র ১৬০ টাকা দিন।  আমি দিয়ে দিলাম এখন গাড়িতে উঠে মনের মধ্য একটা প্রশ্ন তৈরি হল। আমার টিকেটর দাম মাত্র ৯০ টাকা। যদি সিট পাই তাহলে ও তো ৯০ টাকা। এখন সিট পেলাম না এখন ১৬০ টাকা। আমার পাশের  লোকটা সব খুলে বল্লাম ভাই বিষয় টা কি উনি বল্ল আপনি কি কাউন্টার হতে টিকেট করছেন আমি বল্লাম না। উনি বল্ল আপনার জরিমানা করা হয়েছে। আমি তো হতবাক আমার জরিমান্। মানে আমি ট্রেনে না উঠে আমার জরিমান ভাড়া দিগুন দিলাম। কাউন্টার পাশ হতে টিকেট মাষ্টার হতে তো কিনলাম। তা ওখানে আমার কি জরিমানা নিল।  লাইনে ভিড় থাকাতে আমি টিকেট কিনলাম। তাও বৈধ টিকেট মাষ্টার রিস্টি দিয়ে। এখন ওখানে জরিমানা ।