হিলারি-প্রণবকে বয়কট করুন

তাসনীম
Published : 5 May 2012, 09:59 AM
Updated : 5 May 2012, 09:59 AM

ব্যবসায়ীদের (পুঁজিবাদী দেশ বা পুঁজিপতি ব্যাক্তির) দেশ নাই( গ্লোবালাইজেশন), ধর্ম নাই (পুঁজিই তাদের একমাত্র ধর্ম),জাত নাই( ব্যবসায়ীরাই তাদের জাতি), অতীত নাই( অতীত তাদের কাছে পণ্য), সহানুভূতি বা আবেগ নাই( মানবীয় এই গুণটিকে তারা বন্ধক দিয়েছে), পরিবার,আত্মীয় বা বন্ধু বলে কিচ্ছু নাই (সবাই তাদের ক্লায়েন্ট, কনজুমার, কৌশলগত বন্ধু)…….—শাহজাদ ফেরদৌস এর শাইলকের বাণিজ্য বিস্তার অবলম্বনে—- চলুন সামষ্টিকভাবে বা নিজ নিজ অবস্থান থেকে আমরা হিলারি-প্রণবের আগমন বয়কট করি