সহজলভ্য শোকদিবস কালচার এবং আমাদের অর্জন

দংশিত বিবেক
Published : 26 Nov 2012, 08:45 AM
Updated : 26 Nov 2012, 08:45 AM

ফ্লাইওভার হত্যাকাণ্ড এবং গার্মেন্টস গণহত্যা এর বিলাসবহুল শোকপ্রকাশ স্বরূপ সরকার মঙ্গলবার শোকদিবস ঘোষণা করেছেন। বাহবা তাদের জন্য। এযেন গরু মেরে জুতো দান। শত শত মানুষের জীবন নেবার বিনিময়ে তার শোকদিবস আয়োজন করতে চান। দেশের আমজনতাকে মন্ত্রমুগ্ধ করার কি সুন্দর সহজ উপায়। জনগণ মন্ত্রমুগ্ধ হবেও। কারন এইতো দেখে আসছি সর্বদা।

আর আমাদের বিরোধীদল, স্বার্থক আর একটি ইস্যু পেয়ে। হয়ত তারা এইটিকে সরকার পতন এর বিশাল এক সুযোগ বলেও মনে করতে পারেন। জার ফলাফল আমরা দেখব রাজপথে, আর কিছু জীবনের বিনিময়ে। কারন এই একটি জিনিসই তো বাংলাদেশ এ সর্বাপেক্ষা সস্তা।

তাই আসুন পতাকাকে অর্ধনমিত রেখে বিউগল এর করুন সুরে দুচোখ ভিজিয়ে আরেকটি ট্র্যাজেডির অপেক্ষা করি।