মুক্তিযুদ্ধের কবিতা

তেরখাদা
Published : 15 Dec 2012, 08:22 AM
Updated : 15 Dec 2012, 08:22 AM

বন্ধুরা, আসসালামু আলাইকুম।আজ প্রথম এই ব্লগে লিখতে বসলাম। আশা করি আপনারা আমাকে সাদরে গ্রহণ করবেন। আগামী কাল ১৬ ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। তাই আমি আপনাদের জন্য একটা মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা উপস্থাপন করলাম। আমি যখন মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি , তখন এটি লেখা ।তাহলে পড়েই দেখুন।;-

একাত্তরের বন্যা
মো: রবিউল ইসলাম,তেরখাদা,খুলনা।

একাত্তরে বাংলার বুকে এক বন্যা বয়ে যায়
ত্রিশ লক্ষ শহীদের রক্তে উহা সিন্ধুর রূপ নেয়।
দিবসে নিশিতে গোলার শব্দ অরাতি ছড়াই যায়
এই বাংলার হাজারো মানব, পলে পলে বিনাশ হয়ে যায়,
শক্ত হস্তে বৈরীগণ রক্তের বন্যা বহায়।
এই বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, পুলিশ-
আর সেনাবাহিনীর দল,
ঝাঁপিয়ে পড়িল সমরে, স্বাধীন বাংলার অভিপ্রায়।
নয় মাস ধরে করে বিগ্রহ, অবশেষে এল জয়,
এ জয়ের পেছনে অনেক দু:খ লুকে রয়।
লক্ষ লক্ষ জনক জননী হারিয়েছে তনয় তনয়া
লক্ষ দুলাল দুলালী হারিয়েছে জনক জননী
আনিতে এই বাংলার বিজয়ের নিশান।
অরাতির গুলিতে নিহত বাংলার লক্ষ কনে বেটা
ত্রিশ লক্ষ লোকের প্রাণ নিয়েছে একাত্তরের বন্যা।
নয় মাস ধরে করে রণ, পেলাম শেষে বিজয়ের নিশান,
স্বাধীন বাংলা পেযে মোরা দু:খ গিয়েছি ভুলে ;
কিন্তু ভুলি নাও মোরা সেই শহীদ ভাইদেরকে।
অমর তোমরা চির অমর;
দেশের জন্য জীবন দিয়ে তোমরা চির অমর।