আসুন একটু পরিবেশ সচেতন হই (খোলা চিঠি)

তৌহিদুল ইসলাম
Published : 16 June 2015, 06:08 PM
Updated : 16 June 2015, 06:08 PM

আমদের প্রানপ্রিয় ড্যাফোডিল ভার্সিটির অদূরে অবস্থিত সুন্দর সুসম্মন্ডিত আবর্জনা বেষ্টিত স্ট্যাচু অফ ডার্ট (আমার দ্বারা নামকরণ ) কন্টেইনাটি আশাকরি সকলের দৃষ্টিনন্দিত হচ্ছে । আপনারা জেনে খুশি হবেন যে এই স্ট্যাচু অফ ডার্ট কন্টেইনারটি প্রতিনিয়তই ভার্সিটির বিদ্যার্থীদের অনেক উপকার করছে। যার জন্য এটিকে সরানোর কোন উদ্যোগ কতৃপক্ষের মাঝে নেই ।

উপকারসমূহঃ

# এটি আমাদেরকে প্রতিদিন ময়লা দুর্গন্ধযুক্ত সুগন্ধ দিচ্ছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারি ।
#ইউভার্সিটির আশেপাশে যে ফুডকোডগুলো অবস্থিত সেখানকার খাবারগুলো ময়লা আবর্জনার সুসাস্থ্যবান মাছি ও পরিবেশ দ্বারা ওই খাবারগুলোকে আরও অনেক সুস্বাদু ও স্বাস্থ্যকর করে তোলে যা আমাদের যা আমাদের স্বাস্থ্যের জন্য অতান্ত উপকারী
# স্ট্যাচু অফ ডার্ট কন্টেইনাটির সুস্বাদু ময়লা খাবারগুলো খাওয়ার জন্য অনেক কাক সেখানে সমাগম করে থাকে , যাদের বিষ্ঠাগুলো প্রায়ই আমাদের কাঁধে মাথায় বা ব্যাগে ভালবাসার চুমু দিয়ে যায়, যার উপলব্ধি অসাধারণ ।

এছাড়াও আরও অনেক উপকার রয়েছে যা স্বল্প পরিসরের বর্ণনা করে শেষ করা যাবে না ।

উপরোক্ত বিষয়গুলোর পর্যালোচনায় উপযুক্ত কর্তৃপক্ষের নিকট বিনীত নিবেদন এই যে, এই পরিবেশ বিপর্যস্তক বস্তুটিকে অতিসত্বর ইহার উপযুক্ত স্থানে স্থান্তর করার হউক, যা ভার্সিটির বিদ্যার্থীদের সুস্থভাবে পাঠ গ্রহনে সহযোগিতা করবে ।।