ফেসবুকের ভূমিকম্প সেফটি চেক ও বাংলাদেশ

তৌহিদুল ইসলাম
Published : 13 April 2016, 08:59 PM
Updated : 13 April 2016, 08:59 PM

ফেসবুকের এই ভুলকে আমরাও কেন জানি না ভুল করেই শুদ্ধ করে নিচ্ছি । আমরা তো মিয়ানমারের ভূকম্পে আক্রান্ত হই নাই ।
ভুকম্প হইছে বাংলাদেশে ফেসবুক ভূকম্প সেফটি চেক নোটিফিকেশনেও বাংলাদেশের ভূকম্পের নাম থাকা উচিৎ ছিল, কিন্তু তা না থেকে আছে কি__

""The Earthquake in Myanmar
FACEBOOK SAFETY CHECK""

 

আর আমরাও হৈয়ে মতাল বাঙ্গালী Safe চেক বক্সে ক্লিক দিচ্ছি ।।

আশাকরি খুব শীগ্রই ফেসবুক কতৃপক্ষ এই বিষয়টি সংশোধন করবেন ।।

বিদ্রঃ– নাই মামার চেয়ে কানা মামাই ভালো ।। ভুকম্প তো ভুকম্পই তা মিয়ানমারেরই হউক বা বাংলাদেশের সেফ আছি কিনা এটাই বড় ।।

পুনশ্চঃ- আমি কিন্তু Safe চেক বক্সে ক্লিক দেই নাই , আমি i'm not in the area তে ক্লিক দিয়েছি ।।