বঞ্চিত ও অবহেলিত শিশুদেরও নতুন বছরের আনন্দ দিতে চায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ং পাইওনিয়ার্স’

সেতু
Published : 6 Jan 2013, 06:19 PM
Updated : 6 Jan 2013, 06:19 PM

অবহেলিত শিশুদেরও নতুন বছরের আনন্দ দিতে চায় স্বেচ্ছাসেবী সংগঠন 'ইয়ং পাইওনিয়ার্স' এ লক্ষ্যে সংগঠনটির শতাধিক তরুণ-তরুণী 'আনন্দ ভাগাভাগি' নামে একটি আয়োজন করতে যাচ্ছে। বিত্তবান ও আগ্রহী যে কারো কাছ থেকে চলছে উপহার সামগ্রী সংগ্রহ।৩ শতাধিক শিশুর শিক্ষা উপকরণ উপহার দিতে চায় 'ইয়ং পাইওনিয়ার্স'।এসব উপহার ঢাকার বনানী ও মহাখালী এলাকায় বিতরণ করা হবে।ইয়ং পাইওনিয়ার্স-এর সভাপতি সৈয়দ মাহমুদ মুসা বলেন, 'অবহেলিত শিশুর পাশে দাঁড়ানো উচিত'-এমন দায়িত্ববোধ থেকে আমরা 'আনন্দ ভাগাভাগি' নামে ইভেন্টস শুরু করেছি। অনেকেই এগিয়ে আসছেন। বাড়াচ্ছেন সাহায্যের হাত।''

মাহমুদ জানান, তারা তিন শতাধিক শিশুকে খাতা, পেন্সিল, কালার বক্স্র ও বইয়ের ব্যাগ উপহার দিতে চান। অবহেলিত শিশুদের সহায়তায় এ কর্মসূচিতে এগিয়ে আসতে পারে যে কেউ। এজন্য ফেসবুক পেজ www.facebook.com/events/464225313641238/?ref=22 যোগ দিতে পারেন। যোগাযোগ করতে পারেন মোবাইল ০১৭৩৭৯০১৪৫১ নম্বরে।