মাত্র ৭০ জন লাল কালিতে

সময় ও পরিবর্তন
Published : 14 June 2012, 01:41 PM
Updated : 14 June 2012, 01:41 PM

ধন্যবাদ, যারা আমাদেরকে লাল কালিতে চিহ্নিত ভদ্রবেশী, রক্তচোষা, দুর্নীতিবাজ, মিথ্যুক, ভন্ড, হিংস্রপরায়নকারীদের, একটা ছোট্ট নামের তালিকা প্রকাশ করেছেন। আমি তার কপি সবাই দেখার জন্য দিলামঃ- এখানে কয়েকটি কথা বলি রাখা ভালো-

১। মাত্র তিন বছরে এত ছোট নামের তালিকা মনে হয় সঠিক হয়নি?
২। এরা এবং তাদের পরিবার কেন্দ্রিক কোন প্রার্থী যেন আগামীতে কোন নির্বাচনে প্রার্থী হতে না পারে?
৩। তাদের সমস্ত দূর্নীতি তদন্ত করে সরাসরি জনতার সামনে বিচার করতে হবে?
৪। এখন পর্যন্ত সমস্ত মন্ত্রী / এমপিদের সম্পদের হিসাব আমরা (জনগন) জানতে পারলাম না? প্রকাশ হল না, আর হবে নাকি তাও জানি না?

৫। সোনার বাংলায় গুটি কয়েক, সোনায় ভরপুর বাকীরা ভুখা, রুগ্ণ, শীর্ণ, কঙ্কাল, প্রায় মৃত, এখানে কি দেশের উন্নতি হয়?
৬। এরা কি কখনো প্রাইমারিতে বা হাই স্কুলে শপথ নিয়েছে কোন, মনে হয় না? তাই তো এরা এই রকমের দাগী ব্যক্তি।
৭। ভালো করে চিহ্নিত রাখুন, ভবিষ্যতের জন্য, আগামী নির্বাচনের জন্য।