আলোচিত অ্যাপস প্রিজমা

তিতাস সরকার
Published : 21 July 2016, 05:41 PM
Updated : 21 July 2016, 05:41 PM

Prisma appsটি ব্যবহার করা হয় ছবিতে বিভিন্ন ধরনের আর্ট ইফেক্ট দেওয়ার জন্য । Prisma labs inc কম্পানি এই এপসটি তৈরি করেছেন । এই এপসটি ডাউনলোড করার সময় অবশ্যই খেয়াল করবেন, এপসটির তৈরিকারী প্রতিষ্ঠান Prisma labs inc.  এখন শুধুমাত্র ios ব্যবহারকারীদের জন্য এই এপসটি  রয়েছে । ভবিষ্যতে Android ব্যবহারকারীদের জন্য এই এপসটি তৈরি করা হবে বলে ঘোষনা করেছেন ।

এই apps টি ব্যবহার করার জন্য যে কাজটি করতে হবে, তা হলো-

১. Apple store থেকে  Prisma  apps টি  ডাউনলোড করে ইন্সটল করতে হবে ।

২. তারপর Prisma apps টি ওপেন করে যে ছবিটিতে আর্ট ইফেক্ট দেওয়ার প্রয়োজন সেই ছবিটি সিলেক্ট করে দিতে হবে।

৩. সবশেষে আর্ট সিলেক্ট করে Save করে রেখে দিতে পারেন অথবা শেয়ার করতে পারেন।