কেন রোহিঙ্গারা দেশ ছাড়া?

টিটু
Published : 18 May 2015, 05:09 PM
Updated : 18 May 2015, 05:09 PM

রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বর বৌদ্ধদের নির্মম নির্যাতনের খবর আমরা কম বেশি সকলেই জানি, এমনকি কুফফার মিডিয়াগুলোও এই সত্যকে গোপন করে রাখতে পারেনি। জান বাঁচানোর জন্য আমাদের এই ভাইবোনগুলো সমুদ্র পাড়ি দিয়ে কোন নিরাপদ জায়গায় আশ্রয় নিবে তারও কোন সুযোগ নেই। মুসলিম নামধারীরা তাদেরকে তীরে পৌঁছার আগেই আবার সাগরের মাঝে ফিরিয়ে দেয়। তাদের একটাই দোষ তারা মুসলিম। আমাদের দেশের সরকার নেপালে ত্রাণ পাঠাতে পারে কিন্তু পাশের দেশের নিরীহ সহায় সম্বলহীন কিছু মুসলিমদের আশ্রয়ের ব্যবস্থা করতে পারে না।

এবার একটি ভিন্ন খবর জানাই। বিয়ে নিয়ে আমাদের বিলাসিতার শেষ নেই। পাশের আরাকান রাজ্যে বিয়ে করতে একজন রোহিঙ্গা মুসলিম ভাইকে মায়ানমার সরকারকে দিতে হয় ৬০ হাজার টাকা। এখানেই শেষ নয়, একটা সন্তান হলে তাহলেও দিতে হবে ১০-১৫ হাজার টাকা। পে না করলে সোজা পাঠিয়ে দিবে ৫ বছরের জন্য জেলে। দিনে এনে দিনে খাওয়া এইসব গরীব রোহিঙ্গা ভাইদের জন্য যা এক কথায় অসম্ভব। রাখাইন রাজ্য মুসলিমশূন্য করতে কী গভীর ষড়যন্ত্র!

আল জাজিরার একটা ডকুমেন্টসও দেথতে পারেন।

https://www.youtube.com/watch?v=4KG2kdcmZG0