ব্লগার “ইমন জুবায়ের” একটি নক্ষত্র পতন

মোঃ গালিব মেহেদী খান
Published : 5 Jan 2013, 06:48 AM
Updated : 5 Jan 2013, 06:48 AM

বাংলা ব্লগিং জগতের অন্যতম নক্ষত্র, প্রিয় ইমন জুবায়ের আর আমাদের মাঝে নেই……..প্রিয় ইমন অথবা প্রিয় নগরঋষি ইমন আর কোনদিন লিখবেন না।
গত ৩/১/১৩ইং রাতে শ্বাসকষ্ট জনিত সমস্যায় বাংলা ব্লগের সবচেয়ে নিঃস্বার্থ, নিবেদিত ব্লগার ইমন জুবায়ের চিরদিনের জন্য চলে গেলেন না ফেরার দেশে।
বিশ্ব সভ্যতা, বাংলাদেশের ইতিহাস, দর্শন, ধর্ম,সুফি মরমিবাদ, শাস্ত্রীয় সংগীত, চিত্রকলা থেকে শুরু করে মিথলজি, বাংলা সাহিত্যের সকল শাখায় ছিল তাঁর অবাধ বিচরণ।
ব্যান্ড দল ব্ল্যাক' এর গীতিকার (তিনি ব্ল্যাকের প্রায় ৩০টি গান রচনা করেছেন) ইমন জুবায়ের ইতিহাস চর্চা ছাড়াও ছোট গল্প এবং কবিতা লিখতেন। বাংলা ব্লগে অন্যতম সেরা মৌলিক ছোট গল্প লেখক তিনি।
নির্মোহ ও অন্তর্মুখী ব্লগার 'ইমন জুবায়ের'। গত চার বছরের কিছু বেশী সময়ে অসংখ্য এবং বিবিধ বিষয়ে তথ্য সমৃদ্ধ লেখার মাধ্যমে বাংলা ব্লগ জগতকে সমৃদ্ধ করে তুলছিলেন। ২০১১ সালে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতা, ডয়েশে ভ্যালেতে বেস্ট বাংলা ব্লগ ক্যাটাগরিতে তিনি মনোনয়ন পেয়েছিলেন (পরে সেটা প্রত্যাহার করে নিয়েছিলেন)। 'ইমন জুবায়ের' শুধু সামহোয়্যার ইন ব্লগে লিখেলেও তিনি ছিলেন পুরো বাংলা ব্লগ জগতের 'সম্পদ'।
২০১৩ জানুয়ারি মাসের দুই তারিখে তিনি তাঁর সর্বশেষ পোস্টটি দিয়েছিলেন সামহোয়্যার ইন ব্লগে এবং এটা ছিল তাঁর দেড় হাজার তম পোস্ট! [লিংক
]
এই কিংবদন্তী ব্লগারের জন্য রইলো আমাদের সকলের মনের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা আর ভালবাসা।
আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি ………

ইমন জুবায়ের এর জন্ম ১৯৬৭ সালের ১৭ই ফেব্রুয়ারি, ঢাকায়। বাবা আবদুল মালেক পাটোয়ারী ছিলেন একজন আইনজীবী, মা নুরুন্নেসা হামিদা বেগম। চার বোনের এক ভাই ইমন জুবায়েরের অনেক নোট এবং লেখায় তাঁর স্নেহময়ী মাতামহী আমেনা খাতুনের কথা এসেছে বারবার।

স্কুল জীবন কেটেছে ঢাকা উইলস লিটল ফ্লাওয়ারে (১৯৮৪), এরপর ঢাকা কলেজে কলেজ জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ছিলেন জসিমুদ্দীন হলের অনাবাসিক ছাত্র। ।
পছন্দ করতেন ক্রিকেট, পছন্দ করতেন বই পড়তে এবং লিখতে।

চিরকুমার এই প্রাজ্ঞ মানুষটি ব্লগেই তাঁর কিছুটা জীবনী মূলক লেখা শুরু করেছিলেন, কিন্তু শৈশব ছাড়িয়ে যৌবনের ইমন ভাইকে আমরা আর তাঁর লেখার মাধ্যমে জানতে পারলাম না………..

ইমন জুবায়ের এর প্রতি ব্লগারদের শ্রদ্ধাঞ্জলি….
• ইমন জুবায়ের ভাই, আপনার সাথে একবার দেখা করার ইচ্ছে ছিল।
• বাংলা ব্লগের একজন হুমায়ূন আহমেদ ছিলেন ব্লগার ইমন জুবায়ের ভাই ।
• আমার ইমন জুবায়ের ভাইয়া
• ইমন আর আসবেন না কিন্তু তিনি বেঁচে থাকবেন অগুনিত পাঠক , ব্লগারদের মনে।
• ইমন ভাই – আমরা আপনাকে কখনো ভুলবো না, ভুলে যাওয়া সম্ভবও নয় !
• আপনাকে খুব বেশি মনে পড়বে ইমন যুবায়ের
• ইমন মাঝির তিন তক্তার নৌকা আমার ভরশা, আমাদের ভরসা
• ইমন জুবায়ের: থাকো হে গল্প
• শেষ দেখা-ইমন জুবায়েরঃ জানাজা শেষে তোলা ভিডিও ইমন জুবায়ের : শেষ দেখা
• অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান …একজন ইমন জুবায়ের ভাই
• চির শান্তিতে থাকুন ব্লগার ইমন ভাই, সবাই দোয়া করবেন তাঁর জন্য………
• চলে গেলেই বুঝতে পারি, এসেছিলে তুমি…
• ইমন জুবায়ের ভাইয়ের অকাল প্রয়াণে তার সম্পর্কে অনুভূতির একটি সংকলন।
• ইমন জুবায়ের ভাইয়ের প্রয়ানে শোকাহত। আমার কবিতাটি তাই তাকেই উৎসর্গ করলাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি ।
• ব্লগটাতে শূন্যতা নেমে এলো। ইমন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি।
• উনার আত্মার শান্তি কামনা করছি
• এত দ্রুত আমাদের ছেড়ে চলে গেলে…. আমরা কি করে সই… কামনা করি বেহেস্ত বাসী হও…
• ইমন ভাই, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, এই কামনাই করি।
• ব্লগিংয়ে সম্পূর্ণ আলাদা একটা ডাইমেনশনই তৈরি হয়েছিল তার হাত ধরে , যেখানে তিনি একা ছিলেন । তার ভুবনে আর কেউ তার মত হতে পারেনি।
• পরম করুণাময়ের কাছে এই নিভৃতচারী মানুষটির আত্মার মাগফেরাত কামনা করছি
• যেখানেই থাকুক ইমন জুবায়ের ভাই ভালো থাকুক ।
• ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন, আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক।
• নির্মোহ ইমন জুবায়ের এর কাছে জীবন অথবা মৃত্যু দুটিই সমান ছিল….
• ইমন ভাই তোমাকে আমি একজীবনে ভুলবো না……..
• সামুতে যখন আমি নাম রেজি: করিনি তখন এখানে আসতাম শুধুইি তোমার লেখা পড়ার জন্য………
• তুমি যা লিখে গেছ তার সবটুকু শেষ করতে আমাকে একজীবনের অনেকটুকুই ব্যয় করতে হবে……..

ইমন ভাই, এত তাড়াতাড়ি পালিয়ে কোথায় যাবেন ? আপনি থাকবেন , আমাদের মাঝেই থাকবেন, আপনার প্রতিটি লেখার মাঝে, আপনার জীবনাদর্শের মাঝে, সামুতে করা ১৫০০টি পোস্টের মাঝে,২৫৫২৩টি কমেন্টের মাঝে…………….. আপনি আছেন, থাকবেন……….।

• আমার অত্যান্ত প্রিয়, শ্রদ্ধেয় ব্লগার ইমন ভাইয়ের মৃত্যুর খবর জেনে স্তব্ধ হয়ে গেলাম। বিভিন্ন বিষয়ের উপর যার ছিল অগাধ বিচরণ। ব্লগ পরিমণ্ডলে এমন ব্লগার কবে আসবে? আদৌও কি আসবে? উনার শোক সহ্য করার মতো নয়।

• পরম করুণা ময় আল্লাহ তালার কাছে উনার রুহের মাগফেরাত কামনা করছি।

• বাংলা ব্লগের এই ছোট্ট ইতিহাসে তিনি সংযুক্ত করে গেছেন দেড় হাজার পোষ্ট। বাংলা ব্লগ তাঁর কাছে ঋণী হয়ে থাকল। ব্লগ অঙ্গনে তাঁর শূণ্যতা পূরণ হওয়ার নয়। ইমন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। ২০১৩ জানুয়ারি মাসের তিন তারিখে তিনি তাঁর সর্বশেষ পোস্টটি দিয়েছিলেন সামহোয়্যার ইন ব্লগে এবং এটা ছিল তাঁর দেড় হাজার তম পোস্ট!

• ইমন জুবায়ের মোদের ছেড়ে চলে গেলে তুমি
• হৃদয়ের মাঝে রেখে গেলে তোমার ছবি।
• পরম করুণাময়ের কাছে ইমন জুবায়ের ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি।
• অনেক বার লিখে ব্যাকস্পেস দিয়ে সব মুছে দিলাম,
• মনে হচ্ছে হচ্ছে না কিছুতেই কিছু –
• প্রিয় ইমন জুবায়ের আপনার প্রতি শ্রদ্ধা জানানোর কোন ভাষা নেই।

• আমি কখনোই ভাবতে পারি নি আপনার জন্য শোকার্ত কিছু লিখতে হবে, আর এত অল্প বয়সে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন এটা বিশ্বাস করতে পারছি না কোন ভাবেই।
• ইমন জুবায়ের সুস্থ ও সৃজনশীল ব্লগিং এর একজন উজ্জ্বল দৃষ্টান্ত। তার লেখাগুলো পরিবারের অনুমতি সাপেক্ষে ছাপানোর ব্যবস্থা নিতে পারে সামহোয়ারইন কর্তৃপক্ষ।
• ভাল মানুষেরা এত তাড়াতাড়ি চলে জায় কেন ……………। ???????

• তাঁর অকাল প্রয়াণ সত্যিই আমাদের ব্যথিত করেছে। তাঁর আত্মার শান্তি কামনা করি।
• অনন্ত জীবনে সুখী থাকুন আমাদের ইমন জুবায়ের ভাই…

• খবরটা শুনে লগ ইন না করে থাকতে পারলাম না। আমরা কাকে হারালাম সেটা এখন বুঝতে আর কষ্ট হচ্ছে না।
• ভাল থাকবেন ইমন জুবায়ের । আপনি থাকবেন আমাদের হৃদয়ে আজীবন।

• ইমন ভাই ভালো থাকুন।

• ইমন ভাই, এটা কি হল? মানতে পারছিনা। কিছুতেই না। এভাবে চলে যাওয়া অন্যায়, প্রায় অপরাধের পর্যায়ে পরে।কেন গেলেন এভাবে? আপনার দেয়া শিব রঞ্জনী রাগটা এতদিন একা একা শুনতাম।আজ সকলকে দিয়ে দিলাম।

(একটি সংকলিত পোষ্ট) http://www.somewhereinblog.net/blog/s_rezowana/29742559