‘লাশ’ একটি খেলনার নাম!

মোঃ গালিব মেহেদী খান
Published : 10 April 2015, 05:24 AM
Updated : 10 April 2015, 05:24 AM


প্রতিদিন অর্ধশত লোকের অস্বাভাবিক মৃত্যু হবে, এ দেশের মানুষের এটাই নিয়তি। এই মৃত্যু হতে পারে বাস দুর্ঘটনায়, হতে পারে পুলিশের গুলিতে, হতে পারে রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতায়। এটাই আমাদের ভবিতব্য। আমরা বেঘোরে প্রাণ দেব। বেওয়ারিশ লাশ হয়ে পরে থাকব হিমঘরে। কখনো কখনো পরিবার পাবে রাষ্ট্র কর্তৃক অনুকম্পার হাস্যকর সামান্য দান
কখনোবা সবাই ব্যস্ত হবে দায় এড়াতে।

বেঁচে থাকা স্বজনরা দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, অভিশাপ দেবে। সৃষ্টি কর্তার কাছে জানাবে নালিশ। যদিও জানে শর্তের বেড়াজালে আটকে তাও পৌঁছুবে না সপ্তম আসমানে। মানুষের জন্যই অন্য সব জীবের জন্ম আর মহামানবদের জন্যই সাধারণ মানুষের জন্ম। সমীকরণটা সহজ। এ দেশে আজ তাই 'লাশ' একটি খেলনার নাম! এসো আমরা "লাশ গোনা" খেলা খেলি। কত কত লাশ।
আস্ত লাশ, অর্ধেক লাশ। নারী-পুরুষ-শিশুর লাশ! এসো আমরা "লাশ গোনা" খেলা খেলি। নানান বয়সী লাশ, নানান পেশার মানুষের লাশ, নানান স্বপ্নদ্রষ্টার লাশ।

মহান নেতাদের নয়, মহান গলাবাজদের নয় সাধারণের লাশ। তোমার-আমার জ্ঞাতির লাশ এ সব আমাদের লাশ। এসো আমরা "লাশ গোনা" খেলা খেলি।
আবেগকে ঝেরে ফেলি। বিবেককে গলাটিপি ধরে লাশের বুকের শেষ উত্তাপ মেপে দেখি।

এসো আমরা "লাশ গোনা" খেলা খেলি। আহাজারি শুনি। স্বজনের সাথে করি কান্নার অভিনয়। এমন সস্তা লাশ কে কোথায় দেখেছে কবে?
যারা মারে, যারা মারায়, যারা রক্ষা করে খুনিদের
এসো সেই প্রভুদের বন্দনা করি।

****
kmgmehadi@gmail.com