আগামী প্রজন্মের গন্তব্য মায়া মমতাহীন এক অনাত্মীয় পৃথিবী!

মোঃ গালিব মেহেদী খান
Published : 1 Feb 2016, 12:30 PM
Updated : 1 Feb 2016, 12:30 PM

আপনার ছেলেবেলার সাথে আপনার সন্তানের ছেলেবেলা মিলিয়ে দেখুন আপনার তুলনায় কতটা ছোট হয়ে গেছে তার পৃথিবী। এবার তার ছেলেবেলার সাথে তার আগামী প্রজন্মের ছেলেবেলাকে ভাবুন কতটা একাকী নিঃসঙ্গ জীবন হবে তার!
আপনি বেড়ে উঠেছেন দাদা-দাদী, নানা-নানী, চাচা-চাচী, চাচাত ভাই বোন, ফুফা-ফুপু ফুপাত ভাই বোন, মামা-মামি মামাত ভাই বোন, খালা-খালু খালাত ভাইবোনদের মাঝে। আপনার সন্তান?
দাদা-দাদী, নানা-নানীর আদরই পেল কিনা সন্দেহ, কালে ভদ্রে চাচা-চাচী, চাচাত ভাই বোন, মামা-মামি মামাত ভাই বোন, খালা-খালু খালাত ভাইবোনদের পেলেও পেতে পারে। যদিও বা পায় তাও দূর প্রতিবেশীর ন্যায়।
একক পরিবার আর ছোট পরিবারের গুনে(!) বর্তমান প্রজন্ম তো আপন ভাই-বোনই পাচ্ছে না। ফলে এক একটি গোষ্ঠীর উত্তরাধিকারী হচ্ছে একজন দুজন করে। যা একসময় তাদের একাকী নিঃসঙ্গ করে তুলবে। যার দায়টা আসলে আমাদেরই।