মহামান্য আদালত থেকে একটি নির্দেশনা আশা করছি

মোঃ গালিব মেহেদী খান
Published : 1 Sept 2016, 05:53 PM
Updated : 1 Sept 2016, 05:53 PM

পুলিশ কেস হবে ধরা যাবে না। এই ভাবনাটা কিন্তু আমাদের সবার মাঝেই তৈরি হয়েছে। ইচ্ছে থাকলেও কেউ একজন আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করতে সাহস পাচ্ছে না। বেসরকারি ক্লিনিক/হাসপাতাল গুলো রোগি ভর্তি পর্যন্ত করছে না। সবাই ঢাকা মেডিকেলকেই একমাত্র সমাধান ধরে নিয়ে সেখানে পাঠিয়ে দেয়। এমন কি এ্যাম্বুলেন্স বা কোন গাড়ি পর্যন্ত দেয় না।
এ বিষয়ে আসলে আইনটা কি আমি জানিনা । তবে এটা জানি এ কারণে অনেক মৃত্যুপথ যাত্রী বিনা চিকিৎসায় পথেই মারা যান। এ বিষয়ে মহামান্য আদালত থেকে একটি নির্দেশনা আশা করছি। যাতে যে কারো অবহেলায় কারো মৃত্যু হলে তার দায়ভার উপস্থিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঘারেও বর্তায়। আর সেটা যেন হয় শাস্তিযোগ্য অপরাধ।

তাহলেই কেবল আমরা আক্রান্ত ব্যক্তিটির দিকে সহজেই এগিয়ে যাব। তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেব। হাসপাতাল বা ক্লিনিক গুলি আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় অবহেলা করার সুযোগ পাবে না।