সাগর-রুনি এবং আমরা

মোঃ গালিব মেহেদী খান
Published : 15 April 2012, 08:08 AM
Updated : 15 April 2012, 08:08 AM

কোন এক অন্তরঙ্গ মূহুর্তে হয়ত বলেছিল রুনি, "আমি সাগরে হব বিলীন"।
প্রতিউত্তরে সাগর কি বলেছিল তারে? ………………………………………………..
নিশ্চয়ই বলেনি
"আমরা দুজনা এমনি রব জীবনের অনতিদূর প্রান্তে। খবরের হব খবর, হর্ষে নয় হতাষার পরিভাষায় পরীনত হব নিতি।"
অথচ তাই হল, এমনি করেই যা হওয়ার নয় তাই হয় এভাবেই হারায় সপ্নভুখ মানুষ গুলো।
রেখে যায় তাদের অমলিন চিহ্ন।
যা নিয়ত পোড়ায় আর একটু একটু করে নিমজ্জিত করে হতাশার চোরাবালির অতলান্ততায়।
চাইলেও বেড়িয়ে আসতে পারিনা সে অন্ধকার থেকে। প্রত্যাশার প্রহর গুনি শুধু ……………………। ……………………।