স্বান্তনা

মোঃ গালিব মেহেদী খান
Published : 16 April 2012, 07:11 AM
Updated : 16 April 2012, 07:11 AM

অন্তত এইটুকু স্বা্ন্তনা রইল যে, প্রধান মন্ত্রী বা সরকারী দল এ ব্যপারে দায়িত্বশীল আচরন করেছেন। কোন সরকারের ব্যর্থতাই সাধারণ মানুষের কাম্য নয়। বরং সাফল্যই কামনা করে কেননা একটি সরকারের সফলতার উপর নির্ভর করে দেশের সমৃদ্ধি। তথাপি কখনো কখনো এমন সব অনভিপ্রেত ঘটনা ঘটে। সে সব ক্ষেত্রে যদি সরকার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে এবং তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে থাকে। জিতটা সরকারেরই হয়। সন্তান খারাপ হলেই বাবা দায়ী হন না যদি, সে বাবা তার উপযুক্ত বিচার করেন। বরং সাফল্যমণ্ডিত হয় তার বাবাত্ব।