প্রশ্নগুলি কি একেবারেই মূল্যহীন?

মোঃ গালিব মেহেদী খান
Published : 22 April 2012, 05:41 PM
Updated : 22 April 2012, 05:41 PM

ইলিয়াস আলী নিখোজকে কেন্দ্র করে কয়েকটি প্রশ্নের উত্তর কিছুতেই মেলাতে পারছি না। প্রশ্নগুলি কি একেবারেই মূল্যহীন?
• ১ম প্রশ্নঃ ইলিয়াস আলী নিখোজ হওয়ার প্রায় সাথে সাথেই কিভাবে হরতাল এর ঘোষনা এল?এমন তো হতে পারত শনিবার রাতেই তাকে পাওয়া গেল তখন পরিস্থিতিটা কি হত?
• ২য় প্রশ্নঃ প্রধানমন্ত্রী কেন বললেন ইলিয়াস আলী নিখোজ হওয়াটা হতে পারে একটা নাটক। তার অবস্থান থেকে তিনি কি বিশ্বস্ত কোন সূত্রের নিশ্চয়তা ছারাই কথাটি বলেছেন?
• ৩য় প্রশ্নঃ ইলিয়াস আলীর স্ত্রী প্রথম থেকেই সাংবাদিকবৃন্দ সহ সবার সহযোগীতা কামনা করেছেন হঠাৎ করে কেন তিনী সাংবাদিকদের এড়িয়ে চলতে শুরু করলেন? আর র‌্যাব এর সাথে স্বামী উদ্ধারের জন্য পুবাইল গেলেন, এমন প্রশংশনীয় কাজ করার পড়ে আবার কেনই বা অস্বিকার করলেন?
• ৪র্থ এবং আপাতত শেষ প্রশ্নঃ এক ইলিয়াস আলী নিখোজের দায়ে এ পর্যন্ত নির্দোষ দুটি প্রান ঝরে গেল কতগুলি গাড়ি পুড়ে ছাই হল আর্থিক ক্ষতির কথা বাদই দিলাম অন্তত এটুকু জানতে চাই আর কত প্রান গেলে এর সুরাহা হবে?