আপনি বলুন পাঠক, বাকিটা আপনার জন্য…

মোঃ গালিব মেহেদী খান
Published : 29 April 2012, 05:33 AM
Updated : 29 April 2012, 05:33 AM


*****ঢাকা কলেজের গোলাগুলি ছাত্রলীগের দুই পক্ষে
*****জাবিতে আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মিছিল করায় বিকালে সাংস্কৃতিক কর্মীদের পেটানোর পর রাতে ইট ছুড়ে পাঁচ শিক্ষক ও এক সাংবাদিককে আহত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'উপাচার্যপন্থী' ছাত্রলীগ।
bdnews24.com

এই হচ্ছে আমাদের ছাত্রলীগের আজকের নমুনা। এর কিছুদিন পূর্বে তারা ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহীতে যে তাণ্ডব চালিয়েছে তা নিশ্চয়ই পাঠক ভুলে যাননি। যদিও আমি যদি ভুল না করে থাকি বাঙালি খুব সহজেই ভুলতে পারে। আমাদের আর একটি বড় গুন হল! একজন সিরিয়াল কিলারের কান্না দেখলেও আমরা সহজেই তার পূর্ব পরিচয় ভুলে যাই এবং তার প্রতি আমাদের অনুকম্পার অভাব হয়না। এটা গুন না দোষ তা আমার আলোচ্য বিষয় নয়। আর সে ক্ষমতাও আমার নেই। যাই হোক যা বলছিলাম তা হল এহেন গুণধর ছাত্রলীগ সহ আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের অন্যান্য অঙ্গসংগঠনকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহবান করেছেন। হরতালে জনগনের পাশে থাকতে। সেই সাথে তিনি আমাদেরও আহবান করেছেন অস্থিরতা সৃষ্টিকারীদের প্রতিরোধ করতে। এবার আপনি বলুন পাঠক বাকিটা আপনার
জন্য…।