অবাক বিস্ময়ে দেখে ক্রমশঃ দানব হয়ে ওঠা মানবের

মোঃ গালিব মেহেদী খান
Published : 9 May 2012, 10:56 AM
Updated : 9 May 2012, 10:56 AM

এমন যদি হত, ভ্রুণ হত্যাকারী প্রত্যুষে জেগে দেখত, তার চেহারা প্রতিস্থাপিত হয়েছে দানবে। এমন যদি হত, মানুষ হত্যাকারী প্রত্যুষে জেগে দেখত। তার চেহারা প্রতিস্থাপিত হয়েছে হিংস্র জানোয়ারে। এমন যদি হত, প্রতারক প্রত্যুষে জেগে দেখত। তার চেহারা প্রতিস্থাপিত হয়েছে বিশ্রী কোন অবয়বে। এমন যদি হত, মিথ্যাবাদী জনপ্রতিনিধি প্রত্যুষে জেগে দেখত। তার চেহারা প্রতিস্থাপিত হয়েছে উল্টোদিকে। এমন যদি হত; যতটা বিভৎস যে জন প্রত্যুষে জেগে দেখত ততটাই বিভৎস তার মুখ।

কেমন হত তবে? বদলে যেত কি সে? আয়নার সামনে দাঁড়ায়ে দেখে না সে নিজের মুখ। পাছে খুলে যদি যায় যত্নের মুখোশ। নিজেকে জানে সে, তাই এত ভয়। বিবেক কাঁদে না আর। বড় পরিশ্রান্ত; খোঁজে মুক্তির পথ। পারেনি আটকাতে, পারেনা বদলাতে। অবাক বিস্ময়ে দেখে ক্রমশঃ দানব হয়ে ওঠা মানবের।