বর্তমান সরকার কি বিতর্ক প্রিয়?

মোঃ গালিব মেহেদী খান
Published : 18 May 2012, 08:12 AM
Updated : 18 May 2012, 08:12 AM

এই সরকারের কার্যকালে এমন কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে যার উত্তর তারা ইচ্ছে করলেই বা একটু আন্তরিক হলেই দিতে পারতেন। এছাড়া তারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে কিছু প্রশ্নের জন্ম দিয়েছেন। কিন্ত কেন? অনেকটা ধাঁধাঁ খেলার মত। ভাবখানা এমন পারলে তোমরা উত্তর দাও। সব কিছুর পেছনে একটা যৌক্তিক ব্যাখ্যা থাকে। এর পেছনে কি যুক্তি থাকতে পারে? নাকি ধরে নেব বর্তমান সরকার বিতর্কপ্রিয়?
যেমনঃ

• আদৌ কি প্রনিধানযোগ্য কোন যুক্তি আছে তত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পেছনে। যেটা ছাড়া বিকল্প ছিল না?
• সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে কেন এমন উন্নাসিকতা?
• সৌদি কর্মকর্তা হত্যাকাণ্ড নিয়েই বা এমন উন্নাসিকতা কেন?
• পদ্মা সেতুর ক্ষেত্রে কেন রেল মন্ত্রীর মতো এ্যাকশনে গেলেন না?
• সোনার ছেলেদের কেন সামাল দিতে পারছেন না বা দিচ্ছেন না?
• সোহেল তাজ এর বিষয়টা কেন খোলাসা করছেন না?
• নৌ পরিবহন মন্ত্রী মহোদয় কেন ভুলে যান শ্রমিক নেতার বাইরে তার এখনকার পরিচয় অনেক বেশি সম্মানের অনেক বেশী দায়িত্বপূর্ণ?
• মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বেডরুমের নিরাপত্তা দেয়ার দায়িত্ব কার?
• হঠাৎ করে ক্রসফায়ার বন্ধ হয়ে গুম এর ঘটনা কেন শুরু হল? এরপরেই বা কি আসছে?
• ইলিয়াস আলী বা অন্যান্য গুম এর রহস্যের জট কেন খুলছে না?
• কেন বেসরকারী শিক্ষকরা এই ভয়াবহ গরমের মধ্যে গরম পানির স্বীকার হন। আহত হয়ে মৃত্যুবরণ করেন। তারা কি এতটাই সহিংস হয়ে গিয়েছিলেন। যে আর কোন উপায় ছিল না?
• কেন হঠাৎ করে টক শো'তে আলোচনা কারীদের জ্ঞানের সার্টিফিকেট দেয়া শুরু করলেন?
এমন অসংখ্য প্রশ্ন জনমনে নিত্য দানা বাঁধছে। উত্তর মিলছে না। যা সত্যিই বড় অস্বস্তিকর। যা নষ্ট করে দিচ্ছে এই সরকারের। তথা আওয়ামীলীগের ইমেজ। আর সাধারন মানুষকে করছে আতঙ্কিত।