বাংলা ফন্ট সমস্যা – সাহায্য চাই!!

তমাল১১১৭
Published : 26 Sept 2012, 03:35 PM
Updated : 26 Sept 2012, 03:35 PM

আমি নতুন করে windows 7 install করার পর এখন সুধু অভ্র ব্যাবহার করছি। কিন্তু আমার কয়েকদিন থেকে একটি সমস্যা হচ্ছে। google chrome or internet explorer দিয়ে কোন বাংলা ওয়েবসাইট দেখতে চাইলে সবকিছু ঠিকমত দেখা যাচ্ছে কিন্তু যখনি আমি mozilla দিয়ে কোন বাংলা সাইট ওপেন করছি তখনি সব এলোমেলো লেখা দেখা যায়। এতা কেন হচ্ছে তা বুঝতে পারছিনা। যদি মজিলা দিয়ে ফেসবুক ও ওপেন করি তাহলে বাংলায় লেখা কারো স্ট্যাটাস আমি দেখতে পাইনা। কিন্তু ক্রম বা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে এ সমস্যা হয়না। কেও কি সাহায্য করবেন প্লিজ.।.।.

একটা ছবি দিয়ে দিলাম যাতে সমস্যা তা বুঝতে সুবিধা হয়