ফরমালিন ও ব্যবসা

তপু০১৬৭
Published : 26 June 2014, 08:39 PM
Updated : 26 June 2014, 08:39 PM

ফরমালিন এই পদার্থটি সাধারণত মৃত মানুষ তাজা রাখার জন্য ব্যবহৃত হয়। কিন্তু বর্তমানে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে এই ফরমালিন। প্রথমে ছিল মাছে ফরমালিনের ব্যবহার বর্তমানে ফলমূলে ব্যবহার করা হচ্ছে। আমাদের মানবিকতা আজ কোথায় গিয়ে পৌছেছে যেখানে একজন ব্যবসায়ী সেও মানুষ হয়ে আরেকজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, শুধু ব্যবসায়িক ফায়দা লুটার জন্য। কবে মানুষের বিবেক জাগ্রত হবে যে শুধুই মুনাফার জন্য আমরা আমাদের আগামীদিনের ভবিষ্যত শিশুদেরকে অনিশ্চয়তার দিকে পাঠাচ্ছি। ফল ব্যবসায়ীরা ফরমালিন ব্যবহার করে নিজেদের অন্যায় ঢাকার জন্য আবার সাংবাদিক সম্মেলন করে কিন্তু আমাদের সাংবাদিক ভাইয়েরা কেন তাদের সেই তথাকথিত সাংবাদিক সম্মেলন বর্জন করলনা সেটা আমার বোধগম্য নয়। যারা আমাদের সমাজে অন্যায় অবিচার করে তাদের আমরা বর্জন করা উচিত, উল্টো তাদের খবর গুলো ফলাও করে প্রচারিত করা হচ্ছে এটা কোন ধরনের সাংবাদিকতা? আমাদের সমাজের মধ্যে দিন দিন অন্যায় গুলো জেকে বসছে, কারণ সুবিচার কেউ পায়না বলে অন্যায়কারী সাহস পাচ্ছে, আর এর ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ জনগন। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আরও শক্ত হয় তাহলে এদেশে অন্যায় বলে আর কিছুই থাকবেনা, কিন্তু প্রশাসনও যে ফরমালিনে আক্রান্ত, প্রশাসনকে ফরমালিনমুক্ত করবে কে?

তপু মাহমুদ